শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
জাতীয় সংসদ থেকে

'কুইক রেন্টাল' বিদু্যৎ কেন্দ্র আরও ৫ বছর রাখার আইন পাস

যাযাদি রিপোর্ট
  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জরুরি ভিত্তিতে বিদু্যৎ ঘাটতি মেটাতে ভাড়াভিত্তিক বা 'কুইক রেন্টাল' বিদু্যৎ কেন্দ্র চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে বৃহস্পতিবার সংসদে বিল পাস হয়েছে। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। বুধবার বিদু্যৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি সংসদে উত্থাপন করেন।

বৃহস্পতিবার বিদু্যৎ প্রতিমন্ত্রী 'বিদু্যৎ ও জ্বালানির দ্রম্নত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১' সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি পাসের বিরোধিতা করেছেন বিএনপি ও বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জবাব দিতে গিয়ে বলেছেন, নির্ভরযোগ্য বিদু্যৎ সরবরাহ করতেই এই বিলটি আনা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদু্যৎ যাতে দিতে পারি সেজন্য এই আইন। ছয় মাসের মধ্যে যাতে কাজ করতে পারি সেজন্য এই আইন। শতভাগ বিদু্যতায়ন করেছি। এখন নির্ভরযোগ্য বিদু্যৎ সরবরাহ করতে চাই। সঞ্চালন লাইন করতে গেলে সময় লাগবে। এটা কুইক রেন্টালের জন্য নয়। দ্রম্নত সরবরাহের জন্য এ আইন। আমাদের দ্রম্নত সঞ্চালন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে