আশ্রয়ণ প্রকল্পে 'দুর্নীতি ও অনিয়মের' সুষ্ঠু বিচার দাবি

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে 'দুর্নীতি ও অনিয়ম' হয়েছে দাবি করে এর সুষ্ঠু বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে 'বাংলাদেশ ভূমিহীন আন্দোলন'। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পকে বিতর্কিত করা দুর্বৃত্তদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে। এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন, কেন্দ্রীয় সভাপতি সাইদুল রহমান লুৎফর, সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক স্বপন ভূঁইয়া প্রমুখ।