বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজারবাগ পীরের সম্পদের তথ্য চাইলেন হাইকোর্ট

ম যাযাদি ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

রাজারবাগ দরবারের পীর দিলস্নুর রহমান ও তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাদের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সম্পর্ক আছে কি না সেটিও খতিয়ে দেখার জন্য পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

রাজারবাগ দরবারের পীর ও তার ম্যানেজারের সম্পদ এবং ব্যাংক হিসাব (অ্যাকাউন্টে থাকা অর্থের তথ্য) চেয়ে হাইকোর্টে রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর ভুয়া মামলার সিন্ডিকেট খুঁজতে রাজারবাগ পীর ও তার লালিত চক্রের (মুরিদদের) দেশব্যাপী দায়ের করা গায়েবি মামলার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে