মোমবাতি হাতে গণভবনের সামনে ঐক্য প্রক্রিয়ার কমীর্রা

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের সংলাপ অথর্বহ করার আহŸান জানিয়ে গণভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকমীর্রা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঐক্যফ্রন্টের নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ঢুকতে শুরু করলে এর সামনে অবস্থান নিতে দেখা যায় ঐক্য প্রক্রিয়ার কিছু নেতাকমীের্ক। এ সময় তাদের হাতে মোমবাতির পাশাপাশি ছিল কিছু প্ল্যাকাডর্, যেখানে বেশ কিছু দাবি-আহŸান লেখা দেখা যায়। এর মধ্যে ছিল, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চন চাই/ বিনা বাধায় আমার ভোট আমি দেব’, ‘সংবিধান ওহী নয়, জনগণের জন্যই সংবিধান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে সংবিধানে সংশোধনী।’ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যে ক’টি রাজনৈতিক দল ও জোট যোগ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম ঐক্য প্রক্রিয়া। এ জোটের অন্যতম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। এদিকে, সন্ধ্যা ৭টার দিকে গণভবনের ব্যাঙ্কুয়েট হলে ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপ শুরু হয়েছে। এতে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের নেতৃত্বে আছেন ড. কামাল হোসেন।