প্রধানমন্ত্রীকে বাম গণতান্ত্রিক জোটের চিঠি

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় ঐক্যফ্রন্ট, বিকল্পধারা, জাতীয় পাটির্র পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ চেয়ে চিঠি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার বিকালে ধানমÐিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কাযার্লয়ে বাম গণতান্ত্রিক জোটের চিঠি গ্রহণ করেন দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। আওয়ামী লীগ অফিসে চিঠিটি নিয়ে যান সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহেল কাফি রতন, বাসদ নেতা খালেকুজ্জামান লিমন ও বিপ্লবী ওয়াকার্সর্ পাটি নেতা আকবর খান। সংসদ ভেঙে দিয়ে নিবার্চন কমিশন পুনগর্ঠন করে একটি অবাধ সুষ্ঠু নিবার্চনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় এ জোট। চিঠি দেয়া শেষে রুহিন হোসেন প্রিন্স বলেন, সংসদ ভেঙে দিয়ে নিবার্চন কমিশন পুনগর্ঠন করে একটি অবাধ সুষ্ঠু নিবার্চনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় এ জোট।