'শিক্ষক লাঞ্ছনার বিচার না হলে মূল্য দিতে হবে সরকারকে'

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
বগুড়া ও গোপালগঞ্জ জেলায় দুই শিক্ষককে লাঞ্ছিত করায় তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবি করেছেন শিক্ষক নেতারা। তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে সরকারকে এজন্য মূল্য দিতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধান শিক্ষক পরিষদ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক নেতারা এ কথা বলেন। শিক্ষক নেতারা বলেন, এমন ঘটনা শিক্ষক সমাজ মেনে নেবে না। এখন অহরহ ঘটছে। শিক্ষককে লাঞ্ছিত করে দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যাবে না। শিক্ষক লাঞ্ছনার বিচার না হলে, আগামীতে সরকারকে এর জন্য মূল্য দিতে হবে। মানববন্ধনে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, স্কুল-কলেজের ম্যানেজিং ও গভর্নিংবডির সভাপতির কাছে প্রতিষ্ঠানের প্রধানদের জিম্মি করে রাখা হচ্ছে। সভাপতিদের কোনো কাজ না থাকায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।