পাটুরিয়ায় পারের অপেক্ষায় আছে হাজারো যানবাহন

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

মানিকগঞ্জ প্রতিনিধি
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের ঢল নেমেছে। পাটুরিয়ায় পারের অপেক্ষায় আছে সহস্রাধিক যানবাহন। শুক্রবার সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার কারণে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন এ নৌরুট দিয়ে চলাচল করছে। সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার পাটুরিয়ায় শত শত যানবাহন আসছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মিলছে না ফেরির দেখা। বিআইডবিস্নউটিসির আরিচা শাখার ডিজিএম জিলস্নুর রহমান জানান ছোট বড় মিলে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। শুক্রবার এলে এমনিতেই যানবাহনের চাপ বেড়ে যায়। তার পরও পূজার শেষ দিনে এ সংখ্যা দিগুণ থেকে ৩ গুণ বেড়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস এবং ৩ শতাধিক ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছেই।