শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

যাযাদি রিপোর্ট
  ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয় সরকার সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন- শুধু দেশে নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। তাই ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে দমন করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তার কথায়, 'স্বাধীনতাবিরোধী শত্রম্নরা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে এবং এখনও করে যাচ্ছে। তারা আন্দোলনে মানুষের সাড়া পায় না বলেই দেশকে অস্থিতিশীল করতে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। কুমিলস্নার পূজামন্ডপে পবিত্র গ্রন্থ অবমাননার সৃষ্ট ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন মন্ত্রী। তার হুঁশিয়ারি, 'যারা উদ্দেশ্যপ্রণোদিত ধর্মীয় বিভেদ গড়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

শুক্রবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে কুমিলস্না পূজামন্ডপে সৃষ্ট বিতর্কিত ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, 'সব ধর্মের মানুষকে সহাবস্থানে থাকার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। মুসলিমপ্রধান দেশ হলেও বঙ্গবন্ধু সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। মানুষ যে ধর্মের হোক না কেন, সে যেন রাষ্ট্রীয় অভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারে এমন নীতিমালা বাস্তবায়ন করে গেছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই নীতি বাস্তবায়ন করছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে