এবার মহাসাগরের নিচে জাদুঘর!

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
এবার আটলান্টিক মহাসাগরের নিচে পাওয়া যাবে জাদুঘর! আটলান্টিক মহাসাগরের গভীরে এই জাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপক‚লের নিকটে এটিই হবে ইউরোপের প্রথম জাদুঘর, যে জাদুঘরের ঠিকানা হবে সমুদ্রের গভীরে। সমুদ্রের গভীরে এই জাদুঘর তৈরির কাজ চলছে পুরোদমে। প্রকাশিত খবর অনুযায়ী, সমুদ্রের প্রায় ১৫ মিটার গভীরে ৩শ’ ভাস্কযর্ স্থাপনের কাজও প্রায় শেষের দিকে। অনবদ্য এই কাজ করছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন বিখ্যাত শিল্পী। এ সব মূতির্গুলোর সবই লানযারোতের বতর্মান বাসিন্দাদের বলে জানানো হয়েছে।