সমুদ্র উপক‚লে রাশি রাশি স্বণর্মুদ্রা!

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ ক্যারোলিনার একটি সমুদ্রতট থেকে প্রায় ২০ মাইল দূরে খেঁাজ মিলেছে প্রাচীন আমলের স্বণর্মুদ্রার। বিশেষজ্ঞদের ধারণা, ১৮৪০ সালের জুলাইয়ে উত্তর ক্যারোলিনার একটি জাহাজ ডুবে গিয়েছিল। সেখান থেকেই সমুদ্র উপক‚লের কাছে এই মুদ্রা মিলছে বলে অনুমান। মুদ্রার সন্ধানে নামানো হয়েছে ডুবুরি। বøু ওয়াটার ভেঞ্চাসর্ ইন্টারন্যাশনাল অ্যান্ড এনড্যুরান্স এক্সপ্লোরেশন গ্রæপ সন্ধান চালাচ্ছে এই রাশি রাশি মুদ্রার। দলের পক্ষ থেকে কেথ ওয়েব বলেন, এখন পযর্ন্ত ১০টি মুদ্রা পাওয়া গেছে। সেগুলোর একেকটির দাম ধাযর্ হয়েছে ৫২ লাথ টাকা। বিক্রিও হয়ে গেছে সেগুলো। ঠিক কোন জায়গায় এই মুদ্রাগুলো রয়েছে, তারই সন্ধান চালাচ্ছে ডুবুরিরা।