স্টিফেন হকিংয়ের চেয়ার নিলামে

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
হকিংয়ের হুইল চেয়ার
প্রয়াত পদাথির্বজ্ঞানী স্টিফেন হকিংয়ের হুইল চেয়ার এবং গবেষণাপত্র নিলামে উঠেছে। শোল্ডাসর্ অব জায়ান্টস নামে লন্ডনের একটি নিলাম সংস্থা হকিংয়ের গবেষণা ‘প্রপাটির্স অব এক্সপ্যান্ডিং ইউনিভাসের্স’-এর অন্যতম পঁাচটি গবেষণাপত্র, তার একটি হুইলচেয়ার, প্রথম পাতায় তার বুড়ো আঙুলের ছাপসহ তার লেখা সেরা বই ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর একটি প্রতিলিপিসহ হকিংয়ের মোট ২২টি জিনিসপত্র নিলামে তুলেছে। তবে সব জিনিসই অনলাইনে নিলাম করা হচ্ছে। ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিলাম চলবে আগামী আট তারিখ পযর্ন্ত। নিলাম থেকে ওঠা টাকা হকিংয়ের পরিবারকে দেয়া হবে। তবে হুইলচেয়ার বিক্রির টাকা মোটর নিউট্রন রোগাক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।