আদমদীঘিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি সদরে সততা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় আঁখি বেগম (২১) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। প্রসূতির এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে। জানা যায়, আদমদীঘির পশ্চিমসিংড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আঁখি বেগমকে তার পরিবারের লোকজন বৃহস্পতিবার আদমদীঘি হাসপাতাল গেট সংলগ্ন সততা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বাচ্চা প্রসবের জন্য ভতির্ করায়। ওই দিন রাত সাড়ে ৮ টায় ক্লিনিক কতৃর্পক্ষের পরামশের্ ডা. আবু আনছারী অপারেশনের মাধ্যমে একটি ছেলে বাচ্চা প্রসব করান। এরপর শুক্রবার বেলা ৩ টায় ক্লিনিক কতৃর্পক্ষের মাধ্যমে প্রসূতি অঁাখি বেগমের স্বামী সোহেল রানা খবর পায় তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে সোহেল রানা তড়িঘড়ি করে ক্লিনিকে এসে দেখে তার স্ত্রী মারা গেছে। এ ব্যাপারে নিহতের স্বামী সোহেলে রানার সাথে এ প্রতিনিধি কথা বললে তিনি বলেন, তার স্ত্রী ভুল চিকিৎসায় মারা গেছে। ক্লিনিক পরিচালক আলহাজ্ব কামাল হোসেন অসুস্থ থাকায় বতর্মান দায়িত্বে থাকা ক্লিনিক পরিচালক আলহাজ্ব তোজাম্মেল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, প্রসূতি আঁখি বেগমের মৃত্যুর কারণ নিয়ে কোন সঠিক উত্তর দিতে পারেনি। স্থানীয়রা জানায়, ইতিপূবের্ ওই ক্লিনিকে একাধিক রোগী মৃত্যুর ঘটনা ঘটলেও তা মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা পড়ে যায়। থানার অফিসার ইনচাজর্ মনিরুল ইসলাম মনির রোগী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদশর্ন করা হয়েছে। রোগীর পক্ষ থেকে এখনও পযন্ত কোনো অভিযোগ পাওয়ানি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।