ক্যান্সারে আক্রান্ত অনুর চিকিৎসায় সহযোগিতা

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘হজকিন লিমপোমা’ নামের ক্যান্সারে আক্রান্ত আবদুল জলিল অনুর চিকিৎসায় সহযোগিতা চেয়েছেন তার পরিবার। অনু পৌর এলাকার পঁাচরা গ্রামের পূবর্ পাড়ার হাফেজ ব্যাপারীর ছেলে। অথার্ভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো যাচ্ছে না। জানা গেছে, আবদুল জলিল অনু (২৮) জীবিকার তাগিদে দীঘির্দন ধরে দুবাই ছিলেন। প্রায় নয় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দেশে ফিরে আসেন। এরপর বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর হজকিন লিমপোমা নামের ক্যান্সারের বিষয়টি নিশ্চিত হয়। বতর্মানে তিনি ঢাকার মহাখালী ক্যান্সার হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন, দ্রæত তার চিকিৎসা নিলে ক্যান্সার রোগটি ভালো হবে। এজন্য চিকিৎসা ব্যয় প্রায় ১০ লাখ টাকা হবে। কিন্তু গত নয় মাসে অনুর জমানো সব টাকা শেষ হয়েছে। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসীসহ সবর্সাধারণের এগিয়ে আসার অনুরোধ করেছেন পরিবার। তাকে সাহায্য পাঠানো যাবে- অনু ০১৮৪২৮১৩০৭০ (বিকাশ), হিসাব নং-০০০৭৭৩০৯৫০৪৬, রুপিয়া বেগম (অনুর মা), ন্যাশনাল ব্যাংক, চৌদ্দগ্রাম শাখা, কুমিল্লা।