শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

'ভিশনারিস' নামে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা অনুষ্ঠান শুরু

নতুনধারা
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

প্রথমবারের মতো 'ভিশনারিস' নামে ওয়ার্ল্ড ভিশনের একটি আলোচনা অনুষ্ঠানের যাত্রা মঙ্গলবার শুরু হয়। ভিশনারিস একগুচ্ছ আবেদনমূলক, অনুপ্রেরণাদায়ী বিষয়ভিত্তিক একক আলোচনা অনুষ্ঠান যা যুব সমাজকে সাহসী পদক্ষেপ গ্রহণে উৎসাহী হতে, কঠিন এবং অভূতপূর্ব পরিস্থিতিতে আশাবাদী হতে উৎসাহী করে। এর মাধ্যমে এমন সব চিন্তার উদ্ভব ঘটবে যা বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করবে। ওয়ার্ল্ড ভিশন আশা করছে- অনুষ্ঠানটি বিভিন্ন সেক্টর ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে বিভিন্ন চিন্তা, আশা, জ্ঞানের আদান-প্রদান এবং সমন্বয় ঘটাতে সক্ষম হবে।

সুরেস বার্টলেট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর বলেন, 'ভিশনারিস আমাদের টিমের আরও একটি অভিনব উদ্ভাবন, বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন চিন্তা প্রসারের উৎকৃষ্ট একটি মাধ্যম। আশা করি আমরা এর মাধ্যমে অধিকতর সমন্বয় সাধন করতে এবং শিশু-কল্যাণে অধিক অবদান রাখতে পারব।'

'হোটেল 'রেডিসন বস্নু'-তে কোভিড-বান্ধব পরিবেশে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে আয়োজিত এই ভিশনারিস সভায় বিভিন্ন বয়সি, শ্রেণি, অভিজ্ঞতার এবং প্রতিষ্ঠানের মোট ১৪ জন প্রতিনিধি বক্তৃতা করেন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- দোলা আক্তার রেবা, অপূর্ব চন্দ্র সরকার, আসিফ উদ্দীন আহমেদ, ফিলিপ চৌধুরী, শায়লা রহমান, ফারাহ্‌ করিব, ফরিদা ইয়াসমিন, ফস্টিনা পেরেরা, ডক্টর খালিদ হোসেন, মহ. আবদুল কাইয়ুম, শাহদাৎ হোসেন, মাইকেল রায়, মনসুরুল আজিজ, মাসুরা শাম্মী এবং নিশাত সুলতানা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে