রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশস্থলে আওয়ামী লীগের শোডাউন

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
শুক্রবার রাজশাহীতে মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশের সামনে দিয়ে শোডাউন করে মহানগর আওয়ামী লীগ Ñযাযাদি
রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশের সামনে দিয়ে বিশাল শোডাউন করেছে মহানগর আওয়ামী লীগ। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঐক্যফ্রন্টের মহাসমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পরই সমাবেশস্থলের সামনে দিয়ে শোডাউন দেয় আওয়ামী লীগ। নগরীর দরগাপাড়া থেকে মিছিলটি বের হয়ে মাদ্রাসা ময়দানের সামনের সড়ক হয়ে ফায়ার সাভির্স মোড় ঘুরে দলীয় কাযার্লয়ে গিয়ে শেষ হয়। শোডাউনে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মিছিলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন স্তরের নেতাকমীর্রা অংশ নেন। এর আগে রাজশাহীর শান্তিপূণর্ পরিবেশ বজায় রাখতে এবং বিশৃঙ্খলা প্রতিরোধে বেলা ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে অবস্থান নেন মহানগর আওয়ামী লীগের নেতাকমীর্রা। পরে দলীয় নেতাকমীের্দর সঙ্গে নিয়েই দরগা মসজিদে জুমার নামাজ আদায় করেন মেয়র খায়রুজ্জামান লিটন। পরে তিনি সেখান থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলের সামনের সড়ক হয়ে শোডাউন দেন। এর আগে অবস্থানকালে খায়রুজ্জামান লিটন বলেন, ‘ঐক্যফ্রন্ট সমাবেশ করতেই পারেন। এগুলোতে আমাদের কোনো বাধা নেই। আমরা জানতে পেরেছি, তাদের কতিপয় নেতা পরিকল্পনা করছেন, তারা এখান থেকে এমন একটা কিছু করতে চান, যার মাধ্যমে আন্দোলন বেগবান করতে পারেন, নিবার্চন পেছাতে পারেন। তারা বিশৃঙ্খলা বা অরাজকতার মাধ্যমে শান্তির শহর রাজশাহীকে অশান্ত করবে এটা আমরা হতে দিতে পারি না। এটি প্রতিরোধ করার জন্যই আমরা অবস্থান নিয়েছি।’ তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের সভার আগের, মধ্যবতীর্ অথবা ফেরত যাওয়ার সময় কেউ যদি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে হবে। জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদেরও আছে। আমরা সেটি পালন করতে চাই। আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।’ লিটন বলেন, ‘আমাদের নেতাকমীর্রা সন্ধ্যা পযর্ন্ত নিজ নিজ এলাকায় সতকর্ অবস্থানে থাকবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না।’