সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ধনীদের টেক্কা দিতে পারে যে কুকুর! যাযাদি ডেস্ক বাবার সম্পত্তি সন্তানই পায়, এমনটাই হয়ে এসেছে চিরকাল। ঠিক তেমন ভাবেই একদিন ৮ কোটি ডলারের মালিক হয়ে যায় গুন্থার নামে একটি জামার্ন শেফাডর্। জামাির্নর এক কাউন্টেস কারলোটা লেবিয়েনস্টেইন মারা যাওয়ার পরে তার সম্পত্তির মালিকানা পায় গুন্থার। সে ছিল তার পরিবারের তৃতীয় প্রজন্ম। পরবতীর্ সময়ে তার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সমস্ত সম্পত্তিই চলে যায় চতুথর্ গুন্থারের কাছে। শুধু অথর্ই নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে তার নিজস্ব এস্টেট। ‘শেফাডর্.কম’ নামে এক ওয়েবসাইট থেকে জানা গেছে যে, মায়ামির এস্টেটটি এক সময়ে ছিল বিখ্যাত পপ তারকা ম্যাডোনার, যার দাম ছিল প্রায় ৭৫ লাখ ডলার। এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার জন্য গুন্থারের রয়েছে নিজস্ব লিমোজিন গাড়ি। বতর্মানে গুন্থারের সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ান ডলার। চাইলে বিশ্বের ধনীদের টেক্কা দিতে পারে গুন্থার! রহস্যময়ী নারীর পায়ে ‘শিং’ যাযাদি ডেস্ক ঠিক শিং নয়; শিঙের মতোই দেখতে। রাস্তায় এমন শিংওয়ালা পা দেখলে চমকে যাওয়ারই কথা। যেন তার পায়ে হয়তো শিং গজিয়েছে। এটা শারীরিক সমস্যা। কানাডার রাস্তায় এমন পা দেখা গেছে। এটি শিংওয়ালা পা নয়। এটি এক ধরনের জুতা। নারীদের জন্য এমনভাবেই ‘হিল জুতো’ বানানো হয়েছে। একদম ত্বকের রঙে তৈরি এই জুতার ডিজাইন করেছে বিখ্যাত ব্র্যান্ড ফেসাল ম্যাটার। শুধু ত্বকের রঙেই নয়, এই ‘হিল জুতা’র বাইরের অংশও পায়ের মতো। পায়ের ভঁাজ, খসখসে ব্যাপারও ফুটিয়ে তোলা হয়েছে জুতার ডিজাইনে। এক জোড়া জুতার দাম ১০ হাজার ডলার। অনেকেই এই জুতাকে ‘বিরক্তিকর’ বা ‘ভয়ঙ্কর’ বলেছেন। কিন্তু টুইটারে ছবিটি ভাইরাল হয়ে যায়। তারপর অনেকেই এই ‘শিল্পকমের্র’ প্রশংসা করেছেন। সানসেট ভেঙে ছাত্রের মৃত্যু যাযাদি ডেস্ক ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় শুক্রবার সকালে বাড়ির গেটের সানসেট ভেঙে মাথায় পড়ে চয়ন বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। চয়ন বিশ্বাস ওই এলাকার রমানাথ বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, চয়ন এবার এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভতির্ পরীক্ষা দিচ্ছিল। সকালে চয়ন বাড়ির গেটের সঙ্গে রিং ঝুলিয়ে ব্যায়াম করছিলেন। এ সময় গেটের কংক্রিটের ¯øাপ ধরে ঝুললে ভেঙে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই চয়ন মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।