বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুটান ও ভারতের স্বীকৃতি স্মরণে ডাকটিকিট অবমুক্ত

ম যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী এবং ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসেল। 'বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তি উদযাপন' অনুষ্ঠানটির আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ '৭১।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা যে মুক্তিযুদ্ধটা করেছি, তা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না। এটা জনযুদ্ধ ছিল। তাই ভারত সবার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করব যারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এবং নির্যাতিত হয়েছেন। একই সঙ্গে ভারতের যেসব সৈনিক আমাদের মাটিকে মুক্তি করতে রক্ত দিয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে