ঘন কুয়াশায় ফেরি বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায় আটকা পড়ল কয়েকশ' যান

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
পদ্মায় ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিনগত রাত দেড়টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়ে শত শত যানবাহন। কনকনে শীতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়া যাত্রী, পরিবহণ চালক ও সহকারীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের সারা রাত মহাসড়কে আটকে থেকে টয়লেট, পানি ও খাবারের সমস্যায় পড়তে হয়েছে। বিআইডবিস্নউটিসি ও ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটের বিকন বাতি, বয়া ও অন্যান্য দিক নির্দেশনামূলক চিহ্নগুলো অস্পষ্ট হয়ে আসে। ঘন কুয়াশায় ফেরির চালকদের দৃষ্টি সীমা শূন্যতে নেমে আসে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হবে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহজালাল মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৯টা থেকে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক হয়।