মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনেও আ’লীগ অফিসে ভিড়

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন শনিবার ধানমÐিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কাযার্লয়ের সামনে নেতাকমীের্দর ভিড় Ñযযাদি
একাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে শনিবার দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম দিন শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পযর্ন্ত টানা মনোনয়ন ফরম বিক্রি হয়। রাজধানীর ধানমÐিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কাযার্লয় থেকে এ মনোনয়নপত্র কিনছেন প্রাথীর্রা। ফরম কিনতে নিজ নিজ আসনের প্রাথীর্রা কমীর্-সমথর্কদের নিয়ে হাজির হন পাটির্ অফিসের সামনে। মনোনয়নপত্র কিনতে প্রাথীর্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও ফটোকপির পেছনে নিজ নিবার্চনী আসনের নম্বর, রাজনৈতিক পরিচয় প্রয়োজন হচ্ছে। এ সবের সঙ্গে ৩০ হাজার টাকা দিয়ে কেনা যাচ্ছে ফরম। সংসদীয় প্রতিটি আসনে একাধিক প্রাথীর্র মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গেছে নেতা-কমীের্দর। পাটির্ অফিসের ভেতর বিভাগভিত্তিক কাউন্টার থেকে ফরম সংগ্রহ করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী রোববার পযর্ন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি হবে। এরপর আওয়ামী লীগের মনোনয়ন বোডের্র সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রাথীর্ চ‚ড়ান্ত হবে। ফরম বিক্রির পাশাপাশি দলের দপ্তর সম্পাদকের কাছে ফরম জমা নেয়া হচ্ছে। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর (রোববার) জাতীয় সংসদ নিবার্চনের ভোট অনুষ্ঠিত হবে। নিবার্চন উপলক্ষে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। প্রথমদিন ১ হাজার ৩২৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এর মধ্যে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদাসহ একাধিক ‘হেভিওয়েট প্রাথীর্’ প্রথম দিন মনোনয়নপত্র কিনেছেন। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মিসবাহ উদ্দিন সিরাজ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিৎ রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বতর্মান সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, অভিনত্রী রোকেয়া প্রাচী আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।