একাদশ জাতীয় সংসদ নিবার্চন

আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পাটিের্ত প্রাথীর্জট

নওগঁা-২ (পত্মীতলা-ধামইরহাট)

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

আলহাজ বুলবুল চৌধুরী
ভারত সীমান্তঘেঁষা নওগঁা জেলার পতœীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে নওগঁা-২ আসন গঠিত। রাজনৈতিক কারণে নওগঁা জেলার ৬টি আসনের মধ্যে এ আসনটি গুরুত্বপূণর্। বিশাল আয়তনের এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে পতœীতলা উপজেলায় ১ লাখ ৭৭ হাজার ২০৫ এবং ধামইরহাট উপজেলায় ১ লাখ ৪০ হাজার ৫২১ জন। উদ্বৃত্ত ধান উৎপাদন ও কৃষিভিত্তিক অথর্নীতির জন্য প্রসিদ্ধ এই দুই উপজেলা। নিবার্চনকে ঘিরে এরই মধ্যে পতœীতলা ও ধামইরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিএনপি, জাতীয় পাটির্, বিকল্প ধারা, বাসদের তোড়জোড় শুরু হয়েছে। এ আসনে বিকল্প ধারা ও বাসদ থেকে একক প্রাথীর্ থাকলেও আওয়ামী লীগ, বিএনপি ও জাপার একাধিক প্রাথীর্র নাম শোনা যাচ্ছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিকল্প ধারা থেকে দলের সভাপতিমÐলীর সদস্য আব্দুর রউফ মান্নান এবং বাসদ থেকে ধামইরহাট উপজেলা বাসদের আহŸায়ক দেবলাল টুডু একাদশ জাতীয় নিবার্চনে দলের একক প্রাথীর্। অন্যদিকে আওয়ামী লীগে একাধিক প্রাথীর্র নাম শোনা যাচ্ছে। এরা হলেন জাতীয় সংসদের হুইপ সাংসদ আলহাজ শহীদুজ্জামান সরকার (বাবলু)। তিনি ১৯৯১ সালের নিবার্চনে প্রথমবার এ আসনে সংসদ সদস্য নিবাির্চত হয়েছিলেন। ২০০১ সালের নিবার্চনে বিএনপির প্রাথীর্ শামসুজ্জোহা খানের কাছে পরাজিত হলেও নবম জাতীয় সংসদ নিবার্চনে তিনি দ্বিতীয়বার নিবাির্চত হন। এরপর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নিবার্চনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাির্চত হয়ে তিনি জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। আবারও তিনি মনোনয়ন প্রত্যাশী। দল মনোনয়ন দিলে আগামীতে আবারও আসনটি আওয়ামী লীগের দখলে আনতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদী। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অন্যরা হলেন, নওগঁা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, পতœীতলা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমিনুল হক। আগেও তিনি সংসদ নিবার্চনে মনোনয়ন প্রত্যাশী হয়ে পতœীতলা-ধামইরহাট এলাকাবাসীর পাশে থেকে কাজ করেছেন। এবারও মনোনয়ন পাওয়ার আশায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও নওগঁা জেলা আওয়ামী লীগের নিবার্হী সদস্য ইঞ্জিনিয়ার ড. আখতারুল আলমসহ সাবেক সচিব কাজিমদার ওয়ালিউল ইসলামও একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নের জন্য কাজ করছেন তরুণ রাজনীতিবিদ মাহমুদ রেজা মেহেদী। বয়সে তরুণ মাহমুদ রেজা মেহেদী বলেন, তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি। এর আগেও তিনি এ আসনে মনোনয়ন চেয়েছিলেন। তিনি এরই মধ্যে এলাকায় ফেস্টুন-ব্যানার লাগিয়ে তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার দাবি এলাকার যুব সম্প্রদায় তার সঙ্গেই থাকবে। তিনি ব্যবসার কারণে ঢাকায় অবস্থান করলেও নিয়মিত এলাকায় যোগাযোগ বজায় রেখেছেন। অপরদিকে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও ৩ বারের সাবেক সাংসদ সামসুজ্জোহা খান জোহাসহ অপর প্রাথীর্ হলেন তরুণ রাজনীতিবীদ ও নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী। খাজা নাজিবুল্লাহ চৌধুরী অষ্টম জাতীয় সংসদ নিবার্চন থেকে মনোনয়ন চেয়ে আসছেন। এবারও মনোনয়ন পাওয়ার আশায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। গণসংযোগ, দলীয় নেতাকমীের্দর সঙ্গে যোগাযোগ, কমির্সভার পাশাপাশি হাইকমান্ডের সঙ্গে লবিং চালিয়ে যাচ্ছেন। জাতীয় পাটির্ (জাপা) থেকে নওগঁা জেলা কমিটির সহ-সভাপতি বিএম হুমায়ন কবির চৌধুরী। তিনি জাতীয় পাটির্ থেকে মনোনয়ন প্রত্যাশী। ইতিপূবের্ তিনি জাতীয় পাটির্ থেকে এ আসনে সাংসদ নিবাির্চত হয়েছিলেন। এ ছাড়াও জাতীয় পাটির্র (জাপা) জেলা কমিটির সদস্য অধ্যাপক আবিদা আক্তার আসন্ন একাদশ জাতীয় নিবার্চনে এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বলেও জানা গেছে। এছাড়াও স্বতন্ত্র প্রাথীর্ হিসাবে ধামইরহাট-পতœীতলা ঘোড়া মালিক সমিতির সভাপতি মতিবুল ইসলাম বুলু ঘোড়ায় চড়ে এলাকায় তার নিবার্চনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।