এবার মাশরুম থেকে বিদ্যুৎ!

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাশরুম
এবার মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে যুক্তরাষ্ট্রে। এমনটাই আশা করছেন সেদেশের একদল বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যানো লেটাসর্ গত বুধবার মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল উদ্ভাবন-সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মাশরুম থেকে তৈরি বিদ্যুৎ জলবায়ুর পরিবতর্ন মোকাবেলায় সক্ষম হবে। এই পদ্ধতিটি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। তঁারা বলেছেন, গবেষণার সময় তঁারা মাশরুমের ওপর থ্রি-ডি প্রিন্টিংয়ের মাধ্যমে একগুচ্ছ শক্তি উৎপাদনকারী সায়ানোব্যাকটেরিয়া বসিয়ে দেন। এরপর ছত্রাকের তৈরি করা আদশর্ পরিবেশে সায়ানোব্যাকটেরিয়াগুলো স্বল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করেছে। যে সায়ানোব্যাকটেরিয়া তঁারা গবেষণায় কাজে লাগিয়েছেন, তা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূযর্রশ্মিকে বিদ্যুতে রূপান্তরিত করতে পারে।