সূযের্র কাছে যাওয়ার রেকডর্

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সূযের্র খুব কাছাকাছি পৌঁছে গেল নাসার মহাকাশযান সোলার প্রোব। এখন পযর্ন্ত মানুষের পাঠানো কোন যান সূযের্র এতটা কাছে যেতে পারেনি। ক্রমে সোলার প্রোব সূযের্র আরও কাছে এগিয়ে যাবে বলে জানিয়েছে নাসা। জানা যাচ্ছে, গত ২৯ অক্টোবর পযর্ন্ত দূরত্বটা আপাতভাবে দেড়শ লাখ মাইল। এতদিন পযর্ন্ত সূযের্র সবচেয়ে কাছাকাছি যাওয়ার রেকডর্ ছিল হেলিয়োস বি নামে এক মহাকাশযানের। ১৯৭৬ সালের সেই রেকডর্ ভেঙে দিয়েছে সোলার প্রোব। প্রোবের সূযের্র দিকে সম্মুখীন যে তাপরোধী অংশ, সেখানকার তাপমাত্রা দঁাড়িয়েছে ৮২০ ডিগ্রি ফারেনহাইট। প্রতি ঘণ্টায় ২ লাখ ১৩ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে চলছে সোলার প্রোব। এটাও কোনো মহাকাশযানের গতির ক্ষেত্রে রেকডর্।