রংপুর-৪ আসনে নিবার্চনী মাঠে নেই বিএনপি

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা হলেও রংপুর-৪ আসনে গণসংযোগসহ নিবার্চনী তৎপরতায় মাঠে নেই বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রাথীর্রা। তবে নেতাদের দাবি এখনো কেন্দ্রীয়ভাবে তাদেরকে নিবার্চনে অংশগ্রহণের সংকেত পাওয়া যায়নি। এ আসনে বিএনপির মনোয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্যের পুত্র কাউনিয়া উপজেলা শাখার সভাপতি শিল্পপতি এমদাদুল হক ভরসা ও জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ড. শাহেদ কামাল পাটোয়ারী এবং জেলা বিএনপির সহসভাপতি কনের্ল (অব.) আব্দুল বাতেনের নাম শোনা গেলেও এখনো কোনো প্রাথীের্ক গণসংযোগসহ নিবার্চনী তৎপরতায় মাঠে নামতে দেখা যায়নি। এদিকে তৃণমূল নেতাকমীর্রা জানান, গায়েবি মামলায় ভয়ে একাদশ জাতীয় সংসদ নিবার্চনের মনোনয়নপ্রত্যাশী প্রাথীর্রা প্রচারণার মাঠে নামতে ভয় পাচ্ছেন। কাউনিয়া উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জানান, তফসিল ঘোষণা হলেও দলীয় মনোনয়ন পত্র সংগ্রহসহ নিবার্চনী মাঠে নামার ব্যাপারে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো সংকেত পাওয়া যায়নি। কেন্দ্রীয় সংকেত পাওয়ামাত্রই তারা মাঠে নেমে পড়বেন। তবে তারা গোপনে নিবার্চনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।