বন্ধ হয়ে আছে চবির ১৮ শিক্ষকের বেতন

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

চবি প্রতিনিধি
নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা থাকায় গত মে মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসাচের্র (আইইআর) ১৮ জন শিক্ষককে তাদের পূবর্বতীর্ কমর্স্থল বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় চবি সিন্ডিকেট। সিন্ডিকেটের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে দুইজন শিক্ষক পৃথক রিট করলে ফেরত পাঠানোর নিদের্শ স্থগিত করে উচ্চ আদালত। আদালতের স্থগিতাদেশ থাকা সত্তে¡¡ও গত পঁাচ মাস ধরে ১৮ জন শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, চবির ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসাচর্ (আইইআর) চালু হয় ২০১২ সালে। ওই সময় শিক্ষক সংকট থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন শিক্ষককে আইইআরের শিক্ষক হিসেবে নিয়োগ দেন তৎকালীন উপাচাযর্ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। এরপর ২০১৭ সালের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে পাঠানো তিন সদস্যের একটি দল আইইআর বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরিদশের্ন আসেন। পরিদশের্নর ভিত্তিতে চলতি বছরের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের কাছে আইইআরের শিক্ষকদের অগাের্নাগ্রাম ও নীতিমালাসহ যোগ্যতা বিষয়ে তিন দফা সুপারিশ পাঠায় ইউজিসি। চিঠিতে চবি ল্যাবরেটরি কলেজের ১৮ শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইইআরে নিয়োগের বিষয়ে ইউজিসির অনুমোদন ছিল না বলে জানানো হয়।