পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিধবা মায়ের সংবাদ সম্মেলন

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ছুটিতে বাড়ি আসা আল-আমিন নামে এক প্রবাসী ছেলেকে জামায়াত-শিবির আখ্যা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিধবা মাতা বেদরা বেগম। বৃহস্পতিবার বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা মাঝেরপাড়া গ্রামের মৃত রাশেদ আলী মোল্যার ছোটো ছেলে আল আমিন মোল্যা (৩০) দীঘর্ ৬ বছর দুবাই ও কাতারে থেকে চাকরি করে সম্প্রতি বাড়ি ফিরছেন। জানুয়ারিতে তার আবারও বিদেশে যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ৫ নভেম্বর তারিখে নাশকতার অভিযোগে ৪২ জন জামায়াত-শিবির কমীের্ক আসামি করে ডুমুরিয়া থানায় দায়ের করা ৩ নম্বর মামলায় আল আমিনকে ৪১ নম্বর আসামি করা হয়। বেদরা বেগম বলেন, পূবর্শত্রæতার জের হিসেবে পরিকল্পিতভাবে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে তার ছেলেকে ফঁাসানো হয়েছে। তার পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। এমনকি স্থানীয় কোনো রাজনৈতিক নেতার সংস্পশের্ও তারা যান না। তিনি বলেন, তার ছেলে আল আমিনের বিরুদ্ধে থানায় একটি জিডিও নেই। তাকে মিথ্যা মামলা থেকে মুক্তি না দিলে পথে বসবে হতদরিদ্র পরিবারটি।