শীতলক্ষ্যায় নিখেঁাজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় নিখেঁাজের একদিন পর কলেজছাত্র ফাহিমুল ইসলাম তমাল (২০)-এর লাশ উদ্ধার করেছে ফায়ার সাভিের্সর ডুবুরিদল। শনিবার শহরের ৫নং খেয়াঘাটের শীতলক্ষ্যা নদী থেকে কলেজছাত্র ফাহিমুল ইসলাম তমালের লাশ উদ্ধার করে। নিহত তমাল শহরের আমলাপাড়া আই.ই.টি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুনের ছেলে। জানা যায়, শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকায় ঘুরতে গিয়ে জাহাজ থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখেঁাজ হয় ফাহিমুল ইসলাম তমাল। নিখেঁাজ হওয়ার পর সংবাদ পেয়ে ফায়ার সাভিের্সর ডুবুরিদল উদ্ধারের কাজ শুরু করে। শনিবার নিখেঁাজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জ সদর নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) নেওয়াজ উদ্দিন আহমেদ নিহত তমালের ভাই হাসিবের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকালে ৫নং খেয়াঘাট এলাকায় ঘুরতে আসেন হাসিন ও তমাল। পরে শীতলক্ষ্যা নদীতে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা কাগোর্ জাহাজে গিয়ে বসে আড্ডা দেয় তারা দুইজন। সেখান থেকেই রাত ৮টায় তীরে উঠতে গেলে এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফিয়ে পারাপার হওয়ার সময় দুই জাহাজের মধ্যে ফঁাকে পরে যায় তমাল। এর পর থেকে নিখেঁাজ থাকে তমাল। পরে স্থানীয়রা ফায়ার সাভির্স ও নৌপুলিশকে জানালে রাত সাড়ে ৮টায় তামালের সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সাভিের্সর ডুবুরিরা। শনিবার সকালে তমালের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তনি আরও বলেন, সদর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হলে তারা তা ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মগের্ পাঠায়।