পাসপোটর্ও ছিল যে মমির!

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মমির জন্য পাসপোটর্? যতদূর জানা যায়, আজ পযর্ন্ত একজন মমিই এই সম্মান পেয়েছেন। তিনি দ্বিতীয় র‌্যামেস। পাসপোটের্ আবার পেশা হিসেবে লেখা ছিল ‘রাজা’, ব্র্যাকেটে ‘মৃত’। আন্তজাির্তক পুরাতত্ত¡ বিষয়ক এক ওয়েবসাইটের প্রতিবেদনে জানা যায়, ১৮৮১ সালে আবিষ্কৃত হয় ফারাও দ্বিতীয় রামেসের মমিটি। পরে ১৮৮৫ সালে কায়রোর এক জাদুঘরে রাখা হয় মমিটি। কিন্তু ১৯৭৪ সালে দেখা যায়, মমিটিতে পচন ধরে যাচ্ছে। তাই অবিলম্বে সেটিকে রক্ষণাবেক্ষণ করতে ফ্রান্স পাঠাতে হবে। কিন্তু ইজিপ্টের আইন অনুযায়ী, কোন মৃতদেহকেও বিদেশে নিয়ে যেতে হলে সঠিক কাগজপত্র থাকতে হবে। শেষে সরকার ইস্যু করে মমির পাসপোটির্ট। ফ্রান্সে মমিটিকে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় রক্ষা পায় রাজার দেহ। পরে সেই পাসপোটের্ই ফারাও ফিরে