আইডিয়ালে ফরমপূরণে অতিরিক্ত অথর্ নেয়ায় দুদকের অভিযান

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরমপূরণে অতিরিক্ত অথর্ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুদক এনফোসের্মন্ট ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদের নিদেের্শ রোববার পরিচালিত এ অভিযানে অংশ নেন দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান ও উপসহকারী পরিচালক জিএম আহসানুল কবীর। কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ অভিযোগ আসে এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরম পূরণের জন্য সরকার কতৃর্ক নিধাির্রত ফি’র পরিবতের্ যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কতৃর্পক্ষ ৬ হাজার টাকা করে ফি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই স্কুলে অভিযান চালায় দুদকের বিশেষ টিম। অভিযানকালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফরম পূরণে সরকার নিধাির্রত ফি নেয়া হলেও একই সঙ্গে শিক্ষাথীের্দর কাছ থেকে কোচিং, মডেল টেস্ট এবং র‌্যাগ-ডে উপলক্ষে অথর্ নেয়া হচ্ছে। এ সময় দুদক টিমের সদস্যরা বলেন, কোচিং ফি, মডেল টেস্ট কিংবা র‌্যাগ-ডের নামে বাধ্যতামূলকভাবে অথর্ নেয়া সরকারি বিধি-বিধান পরিপন্থি। কলেজেটির অধ্যক্ষ দুদক টিমের সঙ্গে একমত পোষণ করে তাৎক্ষণিকভাবে একটি নোটিশ ইস্যু করে অঙ্গীকার করেন যে, ‘এসএসসি পরীক্ষা-২০১৯ এর পরীক্ষাথীের্দর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে কোনো অভিভাবক আপত্তি দিলে তার অতিরিক্ত টাকা ফেরত দেয়া হবে।’ এ সময় দুদক টিমের সদস্যরা টেস্ট পরীক্ষায় উত্তীণর্ এবং অনুত্তীণর্ শিক্ষাথীের্দর তালিকা সংগ্রহ করেন। তারা উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলেন, অনেক অভিভাবক দুদক টিমের আগমনের সংবাদ পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন। তারা দুদকের অভিযানকে স্বাগত জানান। অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ‘ফরমপূরণে সরকার নিধাির্রত ফি’র অতিরিক্ত অথর্ নেয়া সম্পূণর্ অনৈতিক। ফরমপূরণের সঙ্গে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ফি নেয়া সমথর্নযোগ্য নয়। সরকারি বিধি-বিধান লঙ্ঘন করে অথর্গ্রহণ বন্ধে কমিশন কতৃর্ক এ জাতীয় অভিযান অব্যাহত রাখা হবে।’