চীনে টিভিতে খবর পড়ল রোবট!

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট দিয়ে সংবাদ পড়ানো হলো চীনে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংকে অনুষ্ঠিত পঞ্চম ওয়াল্ডর্ ইন্টারনেট কনফারেন্সে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার সংবাদ পাঠক হিসেবে দেখা যায় অবিকল মানুষের মতো দেখতে একটি রোবটকে। প্রতিবেদন অনুযায়ী, এ ওয়ান প্রযুক্তিতে পুরুষ চেহারার আদলে তৈরি ওই রোবটটির বাচন ও শারীরিক অঙ্গভঙ্গি এবং প্রতিক্রিয়া দেখানোর ধরন অবিকল মানুষের মতো। লাইভ ব্রডকাস্টিং ভিডিওর মাধ্যমে রোবটটিকে সংবাদ উপস্থাপনার বিষয়টি শেখানো হয়। সংবাদ উপস্থাপনের সময় দেখা যায়, রোবটটি খুব স্বাভাবিক আচরণের মাধ্যমে একজন পেশাদার সংবাদ পাঠক বা উপস্থাপকের মতোই সংবাদ পড়ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া ও সাচর্ ইঞ্জিন কোম্পানি সোগুও ডট কম যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটি বাজারে এনেছে।