স্বাধীনতাবিরোধীদের পরাজিত করতে একাট্টা হতে হবে: মেনন

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাংলাদেশের ওয়াকার্সর্ পাটির্র সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আসন্ন জাতীয় নিবার্চনে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করে জোট সরকারকে আবারও ক্ষমতায় এনে প্রমান করতে হবে দেশের মানুষ আর প্রতারকদের ক্ষমতায় দেখতে চায় না। এ ক্ষেত্রে নেতাকমীের্দর একাট্টা হতে হবে। বিএনপি ঐক্যফ্রন্টের সঙ্গে যোগ দিয়েছে ভালো কথা। কিন্তু তারা আসন্ন নিবার্চনকে বানচাল, প্রশ্নবিদ্ধ ও পরিস্থিতি অস্থিতিশীল তৈরি করার অপতৎপরতা অব্যাহত রেখেছে। তারা সংলাপ করবে আবার আন্দোলনের নামে দেশে অরাজকতা করবে। তা হতে দেয়া যাবে না’। রোববার সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জে রাশেদ খান মেনন মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা ওয়াকার্সর্ পাটির্ আয়োজিত কমির্সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বরিশাল জেলা ওয়াকার্সর্ পাটির্র সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা ওয়াকার্সর্ পাটির্র সম্পাদক টিএম শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত কমির্সভায় তিনি পাটির্র নেতা-কমীের্দর উদ্দেশে বলেন, বরিশাল-৩ আসনে আমার মনোনীত প্রাথীর্ অ্যাডভোকেট টিপু সুলতানকে বিজয়ী করে আসনটি ধরে রাখতে হবে। কোনো কমীর্ যদি বিভ্রান্তিতে পড়ে ভুলপথে হাটলে তার খেসারত দিতে হবে।