আশুলিয়ায় ডাকাতের গুলিতে একজন নিহত

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে হত্যা করে ফেলে দেয়ার ঘটনার একদিন পার না হতে এবার আশুলিয়ায় বসতবাড়িতে ডাকাতির সময় বাধা দেয়ায় ডাকাতের গুলিতে আবুল সরকার নামে বাড়ির গৃহকতার্ নিহত হয়েছেন। আহত হয় মকবুল হোসেন নামে আরও এক ভাই। এ সময় ডাকাত দলের সদস্যরা স্বণার্লঙ্কারসহ ওই ব্যবসায়ীর লাইসেন্সকৃত একটি বন্দুকও লুট করে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে আশুলিয়ার দুগার্পুর এলাকার সরকার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আবুল সরকার ঢাকা জেলার আশুলিয়া থানার দুগার্পুরের হালিম সরকারের ছেলে আবুল সরকার। হামলার শিকার মকবুল সরকার জানান, শনিবার গভীর রাতে গ্রিল কেটে কয়েকজন ডাকাত ভিতরে ঢোকে। বাবাকে জিম্মি করে ফেলে। পরে বড় ভাই আবুল সরকারকে হামলা চালায়। এর আগে মোবাইল ফোনে প্রতিবেশী সবাইকে জানায়। এ সময় ডাকাতরা সবাই বের হয়ে যায়। ইতোমধ্যে সবাই আসতে শুরু করে। তারা সবাই বের হয়ে দেখেন, দুই ডাকাত বাউন্ডারির পাশে অবস্থান করছে। এ সময় বড় ভাই তাদের ধরতে গেলে একজন তাকে গুলি করে ও কুপিয়ে জখম করে। নিহতের চাচাতো ভাই আমজাদ হোসেন, ভোর রাতের দিকে ১০-১২ জনের ডাকাত দল একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে মোবাইল ফোনে আশপাশের লোকজনকে জানায় ও মসজিদে মাইকিং করা হয়। সবাই ছুটে আসতে থাকে। এ সময় বাড়ির গৃহকতার্ আবুল সরকার দুই ডাকাতকে ধরতে যায়। এ অবস্থায় ডাকাতরা আবুল সরকারের পেটে গুলি করে ও মাথায় কুপিয়ে আহত করে স্বণার্লঙ্কারসহ আবুল সরকারের বাবার লাইন্সেসকৃত বন্দুকটি লুট করে নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদশর্ক (অপারেশন) মনিরুল হক ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মগের্ প্রেরণ করা হয়েছে। পরিবারের দাবি ডাকাতরা হামলা চালিয়ে গুলি করে আবুল সরকারকে হত্যা করেছে। তবে পরিবারের দাবির পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধ বা পূবর্শত্রুতার কোনো ঘটনা আছে কি না, সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান।