টুঙ্গিপাড়ায় সড়ক দুঘর্টনায় একজন নিহত

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্রের সঙ্গে বাসের মুখোমুখি সংঘষের্ একজন নিহত ও তিনজন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারের কাছে এ দুঘর্টনা ঘটে। নিহত ব্যক্তির নাম লিমন মুন্সী (২৪)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাটলা গ্রামের মোমরেজ মুন্সীর ছেলে এবং রূপালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখা অফিসের পিয়ন। আহতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অনিমেষ পোদ্দার, মাহেন্দ্রযাত্রী মিজানুর রহমান ও তারিন। তাদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি এনামুল কবির জানান, একটি ইঞ্জিনচালিত মাহেন্দ্র করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন নিহত ও আহতরা। মাহেন্দ্রটি গিমাডাঙ্গা নতুন বাজারের কাছে পৌঁছালে দ্রæতগতিতে অপর একটি ব্যাটারিচালিত ইজি বাইককে ওভারটেক করতে যায়। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘষর্ ঘটে। এতে মাহেন্দ্রযাত্রী লিমন মুন্সীসহ চার যাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমন মুন্সীসহ চারজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমন মুন্সী মারা যান।