আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

শেষ দিনেও উৎসবমুখর ধানমÐি

শুক্রবার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র কেনা ও জমার শেষ সময় সোমবার সন্ধ্যা ৬টা নিধার্রণ করা হলেও পরে সেটা চার ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করা হয়

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সোমবার ধানমÐিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযার্লয়ের সামনে মনোনয়নপ্রত্যাশী নেতাকমীর্ ও সমথর্কদের ভিড় Ñযাযাদি
একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে দলীয় প্রত্যাশীদের কাছে মনোনয়নপত্র বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যা সোমবার রাতে শেষ হয়েছে। মনোনয়নপত্র কেনা ও জমা দেয়াকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে সোমবার রাত পযর্ন্ত ধানমÐিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযার্লয় ছিল নেতাকমীের্দর পদচারণায় মুখরিত। চতুথর্ এবং শেষ দিনেও উৎসবের আমেজে ভাটা পড়েনি। শুক্রবার থেকে প্রতিদিনই সারাদেশ থেকে আসা মনোনয়নপ্রত্যাশীরা শো-ডাউন করেছে ধানমÐির বিভিন্ন সড়কে। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ প্রায় প্রতিদিনই সকাল থেকে রাত পযর্ন্ত তীব্র যানজটের কবলে পড়তে হয়েছে এই এলাকা দিয়ে যাতায়াতকারীদের। অন্য তিন দিনের মতোই সোমবার সকালে নেতাকমীের্দর সঙ্গে নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন প্রাথীর্রা। দলের দপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নিধার্রণ করা হলেও পরে সেটা চার ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করা হয়। আগামীকাল বুধবার ধানমÐিতে দলের সভাপতির রাজনৈতিক কাযার্লয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন দলীয়প্রধান ও মনোনয়ন বোডের্র সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ১০টার দিকে পান্থপথ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ধানমÐির দিকে যাত্রা শুরু করেন এক মনোনয়নপ্রত্যাশী। অন্তত ২০-৩০ জনের একটি বহর একসঙ্গে বের হওয়ায় পুরো রাস্তাটি বন্ধ হয়ে যায়। একই অবস্থা দেখা যায় ধানমÐি ২৭, জিগাতলা, আসাদগেট, সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়ও। এ ছাড়া পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে করে মহড়া দিয়েছেন অনেকেই। তবে এর ব্যতিক্রমও ছিল। রাজধানীর উত্তরা থেকে মনোনয়নপত্র জমা দিতে আসা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান জানান, এখনে অযথা হৈ-হুল্লুর করে লাভ নেই। এখনে শো-ডাউন বা অতিরিক্ত কিছু করা নিষ্প্রয়োজন। নেত্রী এসব শো-ডাউন দেখে মনোনয়ন দেবেন না। মাঠপযাের্য় যারা ভালো কাজ করেছেন, গ্রহণযোগ্যতা যার ভালো, তারাই মনোনয়ন পাবে বলে আশা করেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে এসে ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু জানান, অনেককেই আসতে নিষেধ করেছেন। কিন্তু তাদের দীঘর্ দিনের আবেগ রয়েছে। ঢাকার মধ্যে থাকার কারণে অনেকেই নিজের মতো চলে এসেছে অনেক নেতাকমীর্রা। শো-ডাউন করার জন্য নয়, মনোনয়নপত্র জমা দেয়ার জন্য এসেছেন তিনি। কাযার্লয়ের আশপাশের এলাকার শৃঙ্খলার দায়িত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, নিবার্চন একটি উৎসবের মতো। পঁাচ বছরের আগে আর মনোনয়নপত্র জমা দেয়া বা কেনার এমন উৎসব আর হবে না। সে ক্ষেত্রে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকমীর্রা প্রাথীের্দর পক্ষে ছোটখাট মিছিল করছেন, ¯েøাগান দিচ্ছেন। এতে বাড়তি একটা প্রেরণাও পাচ্ছেন প্রাথীর্রা। এবার মনোনয়নপত্রের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। সবের্শষ দশম জাতীয় সংসদ নিবার্চনে মোট দুই হাজার ৬০৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। ওই সময় মনোনয়নপত্র বিক্রি থেকে আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছিল প্রায় সাড়ে সাত কোটি টাকা। রোববার পযর্ন্ত চার হাজারের বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সব মিলিয়ে পঁাচ সহস্রাধিক মনোনয়নপত্র এবার বিক্রি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। শুক্রবার থেকে আট বুথে আট বিভাগের মনোনয়নপত্র বিরতণ করা হচ্ছে। আট বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পুরো বিষয়টি মনিটরিং করছেন।