মাঠ পযাের্য় নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়োগের নিদের্শ ইসির

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনের আচরণবিধি প্রতিপালনে মাঠ পযাের্য় পযার্প্ত সংখ্যক নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিদের্শনা দিয়েছে নিবার্চন কমিশন (ইসি)। নিদের্শনায় প্রতিটি উপজেলায় একজন, সিটি করপোরেশন এলাকায় ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত প্রতি তিন থেকে চারটি ওয়াডের্র জন্য একজন, সিটি করপোরেশন ছাড়া জেলা সদরে প্রতি পৌর এলাকায় এক থেকে দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া পাবর্ত্য এলাকায় ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত তিন থেকে চারটি উপজেলার জন্য একজন করে নিবাার্হী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার নিদের্শনাও দেয়া হয়েছে। সোমবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত নিদের্শনায় ভোটগ্রহণের পরদিন অথার্ৎ ৩১ ডিসেম্বর পযর্ন্ত ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখার কথাও বলা হয়েছে। সহকারী রিটানির্ং কমর্কতার্ ছাড়া সহকারী কমিশনারকে (ভ‚মি) সংশ্লিষ্ট উপজেলায় নিবার্হী ম্যাজিস্ট্রেট হিসেবে এবং যেসব সহকারী কমিশনার (ভ‚মি) কমর্রত নেই, সেসব উপজেলায়, জেলা পযাের্য় কমর্রত প্রশাসন ক্যাডারে কমর্কতাের্দর মধ্য থেকে অথবা বিভাগীয় বা অন্য কোনো কাযার্লয় অথবা প্রতিষ্ঠানে কমর্রত প্রশাসন ক্যাডারে কমর্কতাের্দর মধ্য থেকে নিয়োগ দেয়ার কথা নিদের্শনায় উল্লেখ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধি লঙ্ঘণের দায়ে প্রাথীর্ বা সমথর্কদের জরিমানা বা কারাদÐে দÐিত করে পারবেন।