সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বিড়ালের ৬ হাজার বছর পুরনো মমি যাযাদি ডেস্ক মিসরের প্রতœতত্ত¡বিদরা কায়রোর দক্ষিণে সাকারা ছয় হাজার বছরের পুরনো বিড়ালের মমির সন্ধান পেয়েছেন। দেশটির দক্ষিণ পিরামিড সাইটের প্রান্তে সমাধি থেকে বিড়ালের অনেকগুলো মমি আবিষ্কৃত হয়েছে। প্রাচীন মিসরীয়রা দেবতা হিসেবে বিড়াল পূজা করত। দেশটির প্রতœতত্ত¡বিষয়কমন্ত্রী খালেদ এল-এনি বলেন, এপ্রিল মাসে খনন কাজ পরিচালনা করে প্রতœতাত্তি¡ক মিশন এটি আবিষ্কার করেছিল। বিড়ালের জন্য তিনটি সমাধি ব্যবহার করা হয়েছিল। আর চারটি শবাধার এক জায়গায় পাওয়া যায়নি। মিসরের পুরাতত্ত¡ কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, মিশনটি বিড়ালের প্রথম মমি আবিষ্কার করেছে। আয়তকার চুনাপাথরের ভাস্কযর্ শিল্প অলংকৃত প্রস্তর শবাধারে দুটি মমি পাওয়া যায়, একটি কালো রঙে তিনটি গুবরে-পোকাবিশেষ কিছু দিয়ে সজ্জিত। আরেকটি ভলডেড ঢাকনা দিয়ে পাওয়া যায়। ব্রিটেনে নতুন নোটে বিজ্ঞানী যাযাদি ডেস্ক যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড ঘোষণা দিয়েছে নতুন ৫০ পাউন্ডের নোটে একজন সুপরিচিত ব্রিটিশ বিজ্ঞানীর প্রতিচ্ছবি থাকবে। আগামী ছয় সপ্তাহের মধ্যে দেশটির জনগণ এ বিষয়ে নিজেদের পছন্দের বিজ্ঞানীর নাম ব্যাংক অব ইংল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে প্রস্তাব করতে পারবেন। ইংল্যান্ডে এই মুহূতের্ ৫০ পাউন্ডের ৩৩ কোটি নোট রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখনো পযর্ন্ত যে বিজ্ঞানীদের কথা ভাবা হচ্ছে, তাদের মধ্যে প্রথমেই আসতে পারে স্টিভেন হকিং-এর নাম। ব্যাংক নোটে তার ছবি আসার ব্যাপারে একটি বড় জনসমথর্ন আসবে বলে ধারণা করা হচ্ছে। এ তালিকায় বিশ্বযুদ্ধের সময় নানা জটিল সংকেতের মমর্ উদ্ধারকারী এবং কম্পিউটার আবিষ্কারের সাথে যুক্ত থাকা বিজ্ঞানী অ্যালান তুরিং এর নামও আসতে পারে। অনেকেই মনে করেন, নতুন ব্যাংক নোটে একজন নারী বিজ্ঞানীরই ছবি থাকা উচিত। সেক্ষেত্রে গণিতজ্ঞ অ্যাডা লাভলেস উঠে আসবেন তালিকার শীষের্। গলা কাটা লাশ উদ্ধার যাযাদি ডেস্ক মাগুরা শহরতলীর বরুনাতৈল ধানের ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সকালে বরুনাতৈল এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। বাইক থেকে পড়ে মায়ের মৃত্যু যাযাদি ডেস্ক নড়াইলে ছেলের মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে রোকসানা বেগম (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কালিয়া উপজেলার বুড়িখালী নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। রোকসানা বেগম উপজেলার বুড়িখালী গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদশীর্রা জানান, সকালে মাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালিয়া বাজারের উদ্দেশে বের হন ছেলে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় রোকসানা ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেছেন। সড়কে ট্রাক চালক নিহত যাযাদি ডেস্ক বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুঘর্টনায় সারাফত হোসেন (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার রাত ২টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার জয়ডিহি এলাকায় দঁাড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুঘর্টনা ঘটে।