গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধে আশুলিয়ায় নিহত ১

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ঢাকার আশুলিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর একজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। টংগাবাড়ি এলাকায় রোববার গভীর রাতে গোলাগুলির ওই ঘটনায় নিহত ৪৫ বছর বয়সী শামীম হোসেনকে ডাকাত বলে দাবি করছে পুলিশ। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, তারা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি, রামদা চাইনিজ কুড়ালসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। যশোর জেলার কোতোয়ালি থানার মহেন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে শামীমের বিরুদ্ধে সাভার, ধামরাই, গাজীপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আটটি মামলা রয়েছে বলে এ পুলিশ কমর্কতার্র ভাষ্য। ওসি বলেন, রোববার রাত ৯টার দিকে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে শামীমকে আটক করা হয়। পরে তাকে নিয়ে ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে অভিযানে যায় পুলিশ। ‘এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় পুলিশও গুলি করে। গোলাগুলির এক পযাের্য় শামীম নিহত হয়।’ সাভারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতার্ আমজাদুল হক জানান, আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম রাত আড়াইটার দিকে শামীমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। নিহতের বুকের মাঝখানে ও দুই পঁাজরে মোট তিনটি গুলি লেগেছে বলে এ চিকিৎসক জানান।