বরিশাল বিভাগে ভোটার বেড়েছে আড়াই লাখ

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

বরিশাল অফিস
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নিবার্চনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ নিবার্চন নিয়ে ইতিমধ্যেই বরিশাল বিভাগের ৬টি আসনের খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। বরিশালের এ আসনগুলোতে এবারে ভোট কেন্দ্রের পাশাপাশি বেড়েছে ভোটারদের সংখ্যাও। নিবার্চন কমিশনের তথ্য অনুযায়ী বরিশালের ৬টি সংসদীয় এলাকায় ভোটার বেড়েছে ২ লাখ ৪৯ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার বেড়েছে ১ লাখ ১৪ হাজার ৪৮৬ জন। এছাড়া গত সংসদ নিবার্চন থেকে এবারে ১৭৭টি কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ১৩৫টি ভোটকক্ষ। ৬টি আসনে বতর্মান হিসেব অনুযায়ী মোট ভোটার ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন। যার মধ্যে ৮ লাখ ৯৭ হাজার ৯২৩ জন পুরুষ ভোটার এবং ৮ লাখ ৮০ হাজার ৬৬২ জন নারী ভোটার। এর আগে দশম জাতীয় সংসদ নিবার্চনে এ আসনে মোট ভোটার ছিল ১৫ লাখ ২৯ হাজার ২৬৪ জন। যার মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৮৮ জন পুরুষ ভোটার এবং ৭ লাখ ৬৬ হাজার ১৭৬ জন নারী ভোটার ছিলো। এছাড়া আসন্ন নিবার্চনে বরিশালের ৬টি আসনে মোট ভোটকেন্দ্র থাকছে ৮০৪টি ও কক্ষ থাকছে ৪ হাজার ৪৭টি। গতবারে ভোটকেন্দ্র ছিল ৬২৭টি ও কক্ষ ছিলো ৩৯১২ টি।