ফ্রিজভতির্ অতিথি পাখির মাংস

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিলেট নগরের বহুল পরিচিত পঁাচভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জবাই করা অতিথি পাখি ও পরিযায়ী পাখির মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে যৌথভাবে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্টুরেন্টের দুই ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, আব্দুল আওয়াল ও কাউসার আহমদ। অভিযানের সময় পঁাচভাই রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষণ করা ২৫টি অতিথি পাখি, ২৯টি সাদা ও কানি বক ও আটটি বালিহঁাস এবং রান্না করা আরও ৩৯টি পাখির মাংস জব্দ করা হয়। বাপা সিলেটের নেতাদের সঙ্গে নিয়ে অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী, নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, র‌্যাব-৯-এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও বন বিভাগের রেঞ্জার মো. দেলোয়ার রহমান।