বাপা ও এপিবিপিসির কৃষিবিষয়ক সেমিনার

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বাণিজ্য মন্ত্রণালয়াধীন এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) ও বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ অ্যাসোসিয়েশনের (বাপা) উদ্যোগে ‘কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিশেষ করে ফল ও শাক-সবজি এবং ফসল উত্তোলনের বিষয়ে তাপমাত্রা সংরক্ষণের উন্নয়নের’ ওপর শনিবার বেলা ১১টায় ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোহা. সেলিম উদ্দিন, যুগ্ম-সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও কো-অডিের্নটর, বিপিসি এবং বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মো. রুহুল আমিন (অব.), সদস্য, কাযির্নবার্হী কমিটি, বাপা এবং বিশেষ অতিথি ছিলেন মো. শফিকুর রহমান ভূঁইয়া, চেয়ারম্যান, সেফস। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. সারেহ আহমেদ, চেয়ারম্যান, কনের্ল গ্রæপ অব কোম্পানিজ। বাপার সভাপতি এএফএম ফখরুল ইসলাম মুন্সী সেমিনারে সভাপতিত্ব করেন। এ ছাড়াও বাপার সদস্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমর্কতার্রাও বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। Ñবিজ্ঞপ্তি