পিইএসসির ইংরেজি ভাসের্ন ফরিদপুর এইমস্রে ৩ পরীক্ষাথীর্

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
এ বছর ফরিদপুরের এইমস্ (অ্যাডভেনটিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল) থেকে ৩ জন শিক্ষাথীর্ পিইএসসিতে ইংরেজি ভাসের্ন পরীক্ষা দিবে। এরা হচ্ছে আবে জম জম শাহিদী, হুমাইরা জামিল রেইন এবং আরাফ ইয়াস খান। ফরিদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষাথীর্রা ইংরেজি ভাসের্ন পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। এইমস্ অধ্যক্ষ জেমস্ মৃধা বলেন, ‘ইংরেজি ভাসের্ন সফলভাবে পরীক্ষায় অংশ নিতে তিনি ছাত্রছাত্রীদের উপযূক্ত করে গড়ে তুলতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’ উল্লেখ্য, ১৯৯৬ সালে ফরিদপুরে ইংরেজি মিডিয়াম ও ভাসের্নর সুবিধা নিয়ে এইমস্ শিক্ষা কাযর্ক্রম শুরু করে। ২০১৩ সালে প্রথম ইংরেজি ভাসের্ন পিইএসসিতে একজন শিক্ষাথীর্ অংশ নিয়েছিল। এরপর এ বছরই প্রথম ৩ জন শিক্ষাথীর্ অংশ নিচ্ছে। Ñবিজ্ঞপ্তি