শাহজালালে ৯০০ বিদেশি মোবাইল ফোন সেট জব্দ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০০:২৮

যাযাদি রিপোটর্
হযরত শাহজালাল আন্তজাির্তক বিমান বন্দরে ৯০০ পিস বিদেশি মোবাইল ফোন সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এয়ারফ্রেইট ইউনিট। মঙ্গলবার সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তজাির্তক বিমান বন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ডে ব্যাংকক থেকে আসা টিজি-৩৩৯ ফ্লাইটে মালিকবিহীন দুটি ব্যাগ থেকে এসব জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মো. সহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। সহিদুল ইসলাম বলেন, ‘ট্রলি ব্যাগ দুটি জব্দ করা হয়। এরপর ব্যাগ দুটি থেকে ৯০০ বিদেশি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।’ শুল্ক গোয়েন্দা কমর্কতার্রা জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট জানতে পারে ব্যাংকক থেকে আসা টিজি-৩৩৯ ফ্লাইটে মোবাইল ফোন সেট এনে লস্ট অ্যান্ড ফাউন্ডে রাখা হয়, পরবতীর্ সময়ে কোনো যাত্রীর মাধ্যমে পাচার করা হবে। তবে কোন যাত্রীর নিকট পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ার কারণে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট লস্ট অ্যান্ড ফাউন্ডে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগ জব্দ করে। কমর্কতার্রা জানান, ট্রলি ব্যাগের একটি কালো ও অন্যটি অ্যাশ রঙের। যার একটির ট্যাগ নাম্বার ০২১৭ঞএ১৭৯৪২৭, অন্যটি ট্যাগবিহীন। বিমানবন্দরে উপস্থিত শুল্ক গোয়েন্দা এয়ারপোটর্ ইউনিটের সহায়তায় ও অন্যান্য সংস্থার উপস্থিতিতে ব্যাগ দুটি তল্লাশি করে ক্লাউড ফোন লাইট ব্র্যান্ডের ৯০০ পিস মোবাইল ফোন সেট পাওয়া যায়। পরে এই মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোন সেটগুলোর মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। জব্দ হওয়া পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক।