ইডেন কলেজের ছাত্রী হত্যা মামলার ৮ আসামি খালাস

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০০:৩২

যাযাদি রিপোটর্
গোপালগঞ্জে ঢাকার ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যা মামলায় বিচারিক আদালতে দÐপ্রাপ্ত আট আসামিকে খালাস দিয়েছেন হাইকোটর্। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের চূড়ান্ত শুনানির পর মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোটর্ বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী ফজলুল হক খান ফরিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল মনিরুজ্জামান রুবেল। তিনি বলেন, চাক্ষুষ সাক্ষী না থাকায় আসামিরা খালাস পেয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ২০১৩ সালের ১৩ মাচর্ ঢাকার চার নম্বর দ্রæত বিচার ট্রাইব্যুনাল এ মামলায় রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামি খন্দকার হাসিবুর রহমান নিপুণ (২৬) ও খন্দকার মামুন হাসান (২৮) এবং মফিজ খন্দকার ওরফে ডগু খন্দকারকে (৫২) মৃত্যুদÐ দেন। আসামি কাজী শাহ আলম ওরফে তুষার কাজী (৩৫), শামসুর রহমান জনি (২৭), শেখ নাজমুল (২৫) ও ইসরাত জাহান শ্রাবণীকে (১৮) যাবজ্জীবন দÐ দেন। এছাড়া আসামি আনোয়ার হোসেন মনিকে (২৮) পঁাচ বছর কারাদÐ দেন। পরে মৃত্যুদÐপ্রাপ্ত তিন আসামিসহ অন্য আসামিরা হাইকোটের্ আপিল করেন। একইসঙ্গে তিন আসামির ডেথ রেফারেন্স হাইকোটের্ আসে।