সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি আসছে

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০০:৩২

যাযাদি রিপোটর্
একাদশ সংসদ নিবার্চনের আগেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কোটায় ২০ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাযার্লয়ে পদোন্নতির সুপারিশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা যায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কমর্রত সহকারী সচিবদের কমর্কাÐ ও তথ্য-উপাত্ত পযাের্লাচনা করে এ পদোন্নতি দেয়া হচ্ছে। এখানে বিসিএস প্রশাসন ক্যাডারের সচিবালয়ে পদক্রমের শুরুর পদ হচ্ছে সহকারী সচিব। নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের ৯টি, সিনিয়র সহকারী সচিবের ৫৭টি এবং সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, যোগ্য ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কমর্কতাের্দর পদোন্নতি একটি চলমান ধারা। সেখানে তদবিরের মাধ্যমে যোগ্যদের বঞ্চিত করলে সেটি হবে অমানবিক। তবে কারা পদোন্নতি পাচ্ছেন তাদের নাম বলতে রাজি নন সংশ্লিষ্ট সূত্র।