ঐক্যফ্রন্টে প্রধানমন্ত্রী হওয়ার কে আছে, প্রশ্ন কাদেরের

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ওবায়দুল কাদের
নিবার্চন সামনে রেখে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জোট বঁাধা জাতীয় ঐক্যফ্রন্টে প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতা কে আছেন, সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি জানতে চাই। দেশবাসীও জানতে চায়। বলুন, প্রধানমন্ত্রী কে হবেন? ড. কামাল হোসেন না তারেক রহমান? কে হবেন? হু ইজ দেয়ার পিএম ফেইস।’ বিএনপিসহ কয়েকটি নিবন্ধিত ও অনিবন্ধিত দল নিয়ে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবি ছিল তাদের ওই সাত দফার মধ্যে। এসব দাবি নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দফা সংলাপে বসেছিলেন ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে কোনো সমঝোতা না হলেও তারা ‘আন্দোলনের অংশ হিসেবে’ নিবার্চনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নিবার্চন পোছানোর জন্য নিবার্চন কমিশনের সঙ্গেও বৈঠক করেছে ঐক্যফ্রন্ট। কিন্তু সেখানেও সুষ্ঠু নিবার্চন নিয়ে বিএনপি নেতাদের সংশয় কাটেনি। বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা বলে আসছেন, নিবার্চন সুষ্ঠু হলে জনগণ বিপুল ভোটে তাদের বিজয়ী করবে, ‘প্রত্যাখ্যান’ করবে আওয়ামী লীগকে। আর এ বিষয়টি নিয়েই টিপ্পনী কেটেছেন কাদের। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইতোমধ্যে তিনটি আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। কিন্তু দুনীির্তর দুই মামলায় তার ১৭ বছরের কারাদÐ হওয়ায় আদৌ তিনি ভোট করতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় এখনও কাটেনি। আর খালেদার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত এক দশক ধরে পরিবার নিয়ে বসবাস করছেন লন্ডনে। দুনীির্তর দুই মামলায় তার ১৭ বছরের কারাদÐ হয়েছে, ২১ আগস্ট গ্রেনেড মামলায় হয়েছে যাবজ্জীবন সাজার রায়। বিএনপির এই দুদিের্ন স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দল সামলাচ্ছেন মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর। সাত দফা দাবি নিয়ে সরকারকে আলোচনার টেবিলে বসাতেও তাদের কামাল হোসেনের সঙ্গে জোট বঁাধতে হয়েছে। ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে কামাল হোসেনকে তাদের ‘প্রধান নেতা’ হিসেবে বণর্না করে। ঐক্যফ্রন্টের বিভিন্ন জনসভায় তাকে দেখা গেছে ‘প্রধান অতিথি’ হিসেবে, আর মিজার্ ফখরুল ছিলেন ‘প্রধান বক্তা’। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আওয়ামী লীগ নেতাদের সমালোচনার মুখে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছিলেন, নিবার্চনে প্রাথীর্ হওয়া কিংবা রাষ্ট্রীয় কোনো পদ পাওয়ার ইচ্ছা তার নেই। আর তারেক রহমান সাজা মাথায় নিয়ে দেশে ফিরবেনÑ এমন কোনো ইঙ্গিতও এখনও পাওয়া যায়নি। ঐক্যফ্রন্টের দলগুলো একসঙ্গে নিবার্চনে গেলে আসন ভাগাভাগি কীভাবে হবেÑ সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি জোটের নেতারা। সেক্ষেত্রে তারা সরকার গঠন করতে পারলে কে হবেন সেই সরকারের প্রধানÑ সেই প্রশ্নই ওবায়দুল কাদের সামনে এনেছেন। তিনি বলেন, ‘তারা যে একটা ইলেকশন করবে ... যে কোনো দেশেই ... দলের একজন পিএম ফেইস থাকে। আমি জানতে চাই হু ইজ দেয়ার পিএম ফেইস।’