সংবাদ সম্মেলন

জরিপে আ’লীগের বিজয় দেখছেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, যারা এত দিন গণতন্ত্রের বেশে ছিলেন, তারা ছদ্মবেশী। তারা এত দিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
শুক্রবার রাজধানীর ধানমÐিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযার্লয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের Ñযাযাদি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতি সম্প্রতি করা ও আসনওয়ারি জরিপের ফলাফলে আওয়ামী লীগই এগিয়ে আছে। ছয় মাস আগেও যেসব আসনে আওয়ামী লীগ কিছুটা পিছিয়ে ছিল, সেগুলোতে এখন ভালো অবস্থানে এসেছে। কাদের আশা করছেন, বিজয়ের মাস ডিসেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নিবার্চনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগেরই বিজয় হবে। শুক্রবার ধানমÐিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। তিনি বলেন, কয়েক দিন আগে করা ওই জরিপে কেবল আওয়ামী লীগের অবস্থানই দেখা হয়নি, যারা বিরোধী পক্ষ, প্রতিদ্ব›দ্বী পক্ষ আছে, তাদের অবস্থানও দেখা হয়েছে। এতে আওয়ামী লীগ তার প্রতিপক্ষ থেকে এগিয়ে আছে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বেপরোয়া হয়ে গেছে। আসলে জনসমথের্নর যে পারদ, তাতে তাদের অবস্থান নিচের দিকে। বিএনপি হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া বক্তব্য দিচ্ছে। কারও নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, যারা এত দিন গণতন্ত্রের বেশে ছিলেন, তারা ছদ্মবেশী। তারা এত দিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল। তারা নিবার্চনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে অঁাতাত করতে থাকেন। তাদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি। এটার বিরুদ্ধেই আওয়ামী লীগের লড়াই। তফসিল ঘোষণার পর থেকে কয়েকটি মামলায় বিএনপির নেতা-কমীের্দর গ্রেপ্তার করা হচ্ছেÑবিএনপির এই অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাঙচুর করবে, ২০ জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এই অপকমর্-সন্ত্রাস-সহিংসতার কাজ কি বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তফসিল ঘোষণার পর এই দুঃসাহস বিএনপি কীভাবে দেখায়? অপরাধ করলে কি অপরাধীর বিরুদ্ধে মামলা হওয়া অপরাধ? এটা ক্রিমিনাল অফেনস, অ্যাক্ট অব টেররিজম। এ ধরনের অপরাধ বিনা শাস্তিতে যাবে না। ওবায়দুল কাদের আরও বলেন, যেন নিবার্চনটা ভালোভাবে হয়, পুলিশ এ কারণে কোনো হস্তক্ষেপ করছে না। দেশের মানুষ যেন শান্তিপূণর্ পরিবেশে ভোট দিতে পারে, এ জন্য সরকারি দল হিসেবে আওয়ামী লীগ অনেক কিছু সহ্য করে যাচ্ছে। বিএনপি যেন আওয়ামী লীগের সহনশীলতাকে দুবর্লতা না ভাবে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পল্টনে পুলিশের ওপর হামলা করে বিএনপি প্রমাণ করেছে, তারা তাদের পুরোনো পথ, আগুন সন্ত্রাসের পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ, বিএনপি জানে, বাংলাদেশের জনগণের সমথর্ন তাদের পক্ষে নেই। সে কারণে তারা সহিংসতার পথ, নাশকতার পথ বেছে নিয়েছে।