ঢাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে একজনের মৃত্যু, দগ্ধ ৬

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর ধলপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ ছয়জন। এর মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বানর্ ইউনিটে ভতির্ করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) কাজী ওয়াজেদ আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তাওশিন নামে কম বয়সী একটি ছেলে মারা গেছে। দোতলা একটি ভবনে আগুন লাগে বলে জানা যায়। ওই বাড়িতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কমীর্রা বসবাস করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফঁাড়ির উপপরিদশর্ক (এসআই) বাচ্চু মিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের ছয়জন হলেন সুমন (৪০), তঁার স্ত্রী সাজুলি (৩৫), ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০) এবং আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজলী (২৪)। সুমনের আত্মীয় আবদুর রব জানান, সকাল সাড়ে আটটার সময় তিনি আগুন লাগার খবরে পেয়ে দ্রæত সেই বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, দগ্ধ ছয়জনকে হাসপাতালে নেওয়হয়েছে। তখন তিনি তাদের সঙ্গে হাসপাতালে আসেন। আগুন কীভাবে লেগেছে, সে সম্পকের্ তিনি এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন।