বগুড়ায় কলেজছাত্রকে জবাই করে হত্যা ৫ বন্ধু আটক

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

স্টাফ রিপোটার্র, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম (২০) নামের বেসরকারি পলিটেকনিক ইস্টিটিউট বিটের এক ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। পরে লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃত করে সারিয়াকান্দি কঁাচা বাজারের দক্ষিণ পাশে দুটি গোয়ালঘরের গলির ভিতর ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা। পুলিশ শুক্রবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মগের্ পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় নাঈমের পঁাচজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নাঈম বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া গ্রামের ইন্তেজার রহমান স্বণর্কারের ছেলে। নাঈমের মা নাজমা বেগম জানান, বৃহস্পতিবার সকালে ৪-৫ জন বন্ধু এসে নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শুক্রবার ভোরে লোক মারফত খবর পেয়ে ছেলে লাশ শনাক্ত করা হয়। নাঈম তাদের একমাত্র সন্তান। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তিনি তা জানেন না। নাঈম বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বিটের টেক্সস্টাইল বিভাগে পড়াশোনা করত। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে না লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মগের্ পাঠানো হয়েছে। পরে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে নাঈমের ৫ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার রহস্য এবং হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে।