যেখানে কেজি দরে বিক্রি হয় টাকা!

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মানুষের দৈনন্দিন চাহিদার ভিত্তিতে বাজারে মাছ-মাংস, শাক-সবজি ও পোশাক পাওয়া যায়। তবে বাজারে কখনো কেজি দরে টাকা বিক্রি করতে দেখেছেন? এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। এখানে বিক্রি হয় টাকা। এ রকম বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আথির্ক কাঠামোই দায়ী। জানা গেছে, এখানকার মুদ্রাকে বলা হয় ‘শিলিং’। শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০০০ সালে এক ডলারের ছিল ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। ২০১৭ সালেও প্রথম দিকে ৯ হাজার শিলিংয়ের সমান ছিল এক ডলার। ডলার বা ইউরোর নিরিখে সামান্য খরচ করলেই পাওয়া যায় কয়েক কেজি টাকার নোট!