গুরুত্ব অনুধাবন করেই সরকার কওমি সনদের স্বীকৃতি দিয়েছে : আল্লামা শফী

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়াহ বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, তাকওয়াবান, দেশপ্রেমিক আদশর্ জনগোষ্ঠী তৈরিতে কওমি মাদরাসার ঐতিহাসিক শিক্ষাধারার গুরুত্ব অনস্বীকাযর্। এ পবিত্র শিক্ষাব্যবস্থার গুরুত্ব অনুধাবন করেই সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে এমএ’র সমমযার্দা প্রদান করতে বাধ্য হয়েছে। কক্সবাজারের কলাতলী লাইট হাউস দারুল উলুম মাদরাসায় শুক্রবার সকালে ইসলাহি মজলিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ ছাড়াও ১৫ নভেম্বর কক্সবাজার জেলার বিভিন্ন মাদরাসা পরিদশর্ন পূবর্ক হেদায়তি বক্তব্যেও তিনি একই কথা বলেন। বিশ্ব বরেণ্য আধ্যাত্মিক মুরুব্বী, জামেয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আরও বলেন, কওমি সনদের সরকারি স্বীকৃতি কারো করুণা নয়, এটি বৃহত্তর কওমি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার। আমার সঙ্গে কৃত ওয়াদা মোতাবেক দারুল উলুম দেওবন্দের মৌলনীতি অক্ষুণœ রেখেই সরকার কওমি সনদের স্বীকৃতি দিয়েছে। এ জন্য আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমার বয়স এখন প্রায় একশ বছর। সনদের এই স্বীকৃতি নিয়ে আমি ও আমার পরিবার ব্যক্তিগতভাবে লাভবান হবো না। আমি কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সনদের স্বীকৃতি আদায়ের প্রয়াস চালিয়েছি। ফলশ্রæতিতে এ সনদ নিয়ে কওমি আলেমরা দেশ-বিদেশে গুরুত্বপূণর্ অঙ্গনে অনন্য অবদান রাখার সুযোগ পাবেন। আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) দু’দিনের সফরে ১৫ নভেম্বর কক্সবাজার আসেন। তিনি চট্টগ্রাম থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এ সময় কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের নেতৃত্বে বিশিষ্ট ওলামায়ে কেরাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান। দু’দিনব্যাপী জেলার বিভিন্ন মাদরাসা পরিদশর্নকালে হুজুরের সফরসঙ্গী রয়েছেন, জামেয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম সাদেক, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ মুসলিম, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা মোহছেন শরীফ, মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, মাওলানা হাফেজ শামসুল হক, মাওলানা আমিনুল হক, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম, মাওলানা কেফায়ত উল্লাহ, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা এহতেশামুল হক, মাওলানা হাস্সান দিদার, মাওলানা খালেদ সাইফী, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমুখ।