শাহজাদপুরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগার নেই

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুর উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগার নেই। ফলে বেসরকারি স্কুল, মাদ্রাসায় বিজ্ঞানাগার ও বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতি না থাকায় ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষাথীর্রা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার বা বিজ্ঞান ভবন থাকলেও তা জরাজীণর্ এবং ব্যবহারের অনুপযোগী । জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দাখিল, আলিম, ফাজিল মাদ্রাসাগুলোতে বিজ্ঞানাগারে হাতে কলমে শিক্ষা ছাড়াই মাধ্যমিক স্তর পাড় করছে শিক্ষাথীর্রা। তাই অনেক বিদ্যালয়ে যেমন বিজ্ঞান শিক্ষক নেই তেমনি নেই বিজ্ঞানাগারও। ফলে ওই সব প্রতিষ্ঠানগুলোতে খঁুড়িয়ে খঁুড়িয়ে চলছে বিজ্ঞান শিক্ষার কাযর্ক্রম। প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষাথীের্দর বেশিরভাগই বিজ্ঞানাগার সম্পকের্ ন্যূনতম ধারণাও নেই। বিজ্ঞানভবন তো দূরের কথা বিজ্ঞানাগারের জন্য নিদির্ষ্ট একটি কক্ষ পযর্ন্ত নেই। ফলে বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় শিক্ষাথীর্রা নম্বরও কম পাচ্ছে। এ ব্যাপারে উপজেলার প্রাচীন প্রতিষ্ঠান পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বিএসসি জানান, তার প্রতিষ্ঠানটি প্রাচীন হলেও এখানে বিজ্ঞানাগার নেই। বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞানাগার জরুরি। সরকারকে প্রতিটি বিদ্যালয়ে আলাদা বিজ্ঞানাগার রেখে সেখানে যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে শিক্ষাথীের্দর বিজ্ঞান শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। পোরজনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার বিদ্যালয়ে বিজ্ঞান ভবন থাকলেও তা জরাজীণর্, প্রয়োজনীয় যন্ত্রাংশও নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে জানানোর পরও কোনো সুরাহা হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস জানান, উপজেলায় হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার আছে এটা ঠিক। তবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে পযার্য়ক্রমে কম্পিউটার ল্যাব ও শেখ রাসেল আইটি সেন্টারের ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে।